৪৫০ টাকার কভার ৫০ টাকায়ে নিয়ে এলেন ঐন্দ্রিলা!দেখে হতবম্ভ প্রেমিক, শেয়ার করলেন অনুরাগীদের সাথে
ঐন্দ্রিলা শর্মাকে মাঝে মাঝেই দেখা যায় প্রেমিক সব্যসাচী চৌধুরী ফেইসবুক পোস্ট গুলোতে ।প্রেমিকাকে নিয়ে দুষ্টুমিষ্টি লেখা শেয়ার করেন অনুরাগীদের সাথে করেন অভিনেতা। বলাইবাহুল্য সেই লেখা থেকে প্রতিবারই নতুন কিছু জানা যায় ঐন্দ্রিলার সমন্ধে। টেলি অভিনেত্রীর বড়সড় বিশেষ গুণের সাথে এই বার তার দরদামের পণ্ডিত্তের কোথাও জানা গেলো।
সব্যসাচী lলিখছেন , একটি মোবাইল কভার কিনতে গিয়ে হয়ে এমন ঘটনা। কভার দাম জিজ্ঞাসা করায় বিক্রেতা দাম হাকালো ৪৫০ টাকা। ঐন্দ্রিলা, সেও ছেড়ে দেওয়ায় পাত্রী নয়ে, দরদাম করে সেই কভারের দাম পঞ্চাশ টাকায় নিয়ে এলো অভিনেত্রী। যা দেখে রীতিমতো অবাক সব্যসাচী। অবাক প্রেমিক শেয়ার করলো ঘটনাটি অনুরাগীদের সাথে, এও কি সম্ভব?
সব্যসাচী লেখেন, তার মা বলতেন দরদাম করাটা একটা শিল্পের পর্যায় পরে, যে শিল্পে সে একেবারেই সিদ্ধহস্ত নয়ে । কলেজে পড়ার সময়ে ধর্মতলার ফুটপাথে টিশার্ট কিনতে যেতেন তিনি, তার মা বলতেন “তুই একা যাস না, তুই একা গেলেই দাম বাড়িয়ে দেয় আর নিউমার্কেটে দরাদরি না করতে পারলে ওরা গলাকাটা দাম নেয়।”